Automatically Copy USB Files Everytime (গোপনে পেনড্রাইভ থেকে অটো সব ডেটা কপি হয়ে থাকবে আপনার কম্পিউটারে )
ধরেন আপনার এক বন্ধু তার পেনড্রাইভের নির্দিষ্ট কোন ফাইল আপনাকে দিতে চাচ্ছে না কিন্তু আপনার তা খুবই দরকার তখন কি করবেন? অথবা নির্দিষ্ট ফাইল হাইড করে রাখছে আর আপনি সেটা নিরবে কাছে পেতে চান তাহলে কি করবেন? হ্যা তখন উত্তর হবে একটাই আর সেটা হলো Automatically Copy USB Files Everytime নামের সফটওয়্যার ব্যবহার করা।এক নজরে এর ফিচারগুলোঃ
- প্রত্যেকবার পেনড্রাইভ ঢুকানোর পর অটো সব কপি হয়ে থাকবে নির্দিষ্ট ফোল্ডারে।
- ঐ ফোল্ডার পাসওয়ার্ড প্রোটেকটেড করে রাখতে পারবেন।
- ইচ্ছা করলে সব মনিটরিং করে রাখতে পারবেন।
- আর সব চেয়ে বড় কথা এসব কিছুই হবে অগোচরে!
ডাউনলোডঃ
Automatically Copy USB Files Everytime It Is Connected Software v7.0
Download Password
"bdfile"
ইনসটল করার পর সাথে দেয়া crack ফাইলটি "C:\Program Files\Automatically Copy USB Files Everytime It Is Connected Software\Automatically Copy USB Files Everytime It Is Connected Software.exe" নামক ফোল্ডারে কপি পেস্ট করে ফুল ভার্শন করে নিন
Rakib Khan
No Response to "Automatically Copy USB Files Everytime"